“অলোকিত পথ”
একটি সেবামূলক প্রতিষ্ঠান যেখানে আমরা শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের জন্য কাজ করি।
অতি দরিদ্র পরিবারে অটিজমে আক্রান্ত শিশুদের বাবা মায়ের কষ্ট খুব কম মানুষই বুঝতে পারেন। আমাদের দেশের অনেক সেবামূলক প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ বিনামূল্যে দরিদ্রদের খাবার দিচ্ছেন, সুবিধাবঞ্চিতদেরকে শিক্ষা দিচ্ছেন। কিন্তু এই বিষয়ে খুব কম প্রতিষ্ঠানই এবং ব্যক্তিবর্গ কাজ করছেন। ওদেরকে নিয়ে কাজ করা অনেক বেশী কষ্টসাধ্য এবং চ্যালেঞ্জিং।
বাংলাদেশে একমাত্র আমরাই গত ছয় বছর ধরে দরিদ্র পরিবারে জন্ম নেওয়া অটিস্টিক শিশুদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা এবং খাদ্য সমগ্রী দিয়ে সুস্থ জীবন দেওয়ার চেষ্টা করছি। তা না হলে, হয় এই ছোট্ট ছোট্ট শিশুরা ভিক্ষা করতো নতু্বা বাসায় বন্দী থাকতো। তাদের অবস্থা খুবই করুন। তারা এতটাই গরীব যে তিনবেলা খাবারের ব্যবস্থা করতেও সক্ষম নয়। এই শিশুদের পরিবারের কারো বাবা রিকশা চালান, কারো মা বাসা বাড়িতে কাজ করেন।
আমদের এখানে বর্তমানে চিকিৎসাসেবা নিচ্ছে ৫২ জন শিশু এবং অপেক্ষমান আছে ১২৮ জন। আমাদের স্কুলে লেখাপড়া করছে ৩২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সেই সাথে প্রতিমাসে আমরা অটিজমে আক্রান্ত ৭১ জন শিশুর পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করছি। তাছাড়াও আমরা প্রতিমাসে অটিজমে আক্রান্ত শিশুদের পিতা-মাতাদেরকেও (১০০ থেকে ২০০ জন) ট্রেনিং দিচ্ছি।
বিনীত অনুরোধ, এই মহৎ কাজে আপনি আমাদের পাশে থাকুন। আপনি অথবা আপনার প্রতিষ্ঠান প্রতিমাসে বা বার্ষিকভাবে, CSR কিংবা এককালীন অনুদানের মাধ্যমে এই অসহায় ও দরিদ্র অটিস্টিক শিশুদেরকে সুস্থ করে তুলতে পারেন। আপনার মহৎ হৃদয়ের মাধ্যমেই বদলে যাবে তাদের জীবন।
মহান আল্লাহপাক আপনাদের মঙ্গল করুন। দরিদ্র বিশেষ শিশুগুলো সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসুক আপনাদের উছিলায়।
আমাদের যাত্রার শুরুটা একেবারেই সাদামাটা। ২০১৬ সালের মার্চ মাস থেকে আমাদের যাত্রা শুরু হয়। তখন বিভিন্ন বস্তিতে গিয়ে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং ওষুধ পত্র বিতরণ করতাম আমরা। আমাদের দলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কলেজের প্রফেসর, ব্যবসায়ী, ছাত্র সবাই মনের টানে এই সেবা মূলক কাজে সম্পৃক্ত হয়। এইভাবে দুই বছর অতিক্রম করার পর আমরা এ কাজগুলোকে আরো সুন্দরভাবে করার জন্য একটা প্রাতিষ্ঠানিক নাম দিলাম "আলোকিত পথ"। ইংরেজিতে “Enlightened Path”.
Our ChildrenAlokito Poth Projects
Empowering Through Personalized Therapies: Welcome to Alokito Poth's Free Treatments & Therapeutic Rehabilitation Project, where we are committed to unlocking the potential of every individual through tailored interventions.
Welcome to the Sustain Life Assistance Project, a heartfelt endeavor orchestrated by Alokito Poth to uplift underprivileged families with Special Children. Our initiative is rooted in compassion and driven by a commitment to making a tangible difference in the lives of those facing unique challenges.
Step into the Alokito Poth Free Education Project, a beacon of hope illuminating the path for underprivileged Special Children. Here, we shatter barriers, providing not just education, but a transformative journey toward empowerment. Our mission is resolute: to offer free education that transcends limitations.
Within the heart of compassion lies Alokito Poth's Free Medical Check-Up Project, where we stand as a beacon of hope for underprivileged Special Children and their families. Here, in the embrace of our commitment to holistic well-being, we offer more than just medical consultations—we provide a lifeline of care and support.
Latest Blog & Media
The Importance of Early Intervention for Children with Autism
Testimonials
আপনাদের প্রতি অনুরোধ আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন এবং কিছুটা সময় এই সুন্দর সুন্দর বাচ্চাদের সঙ্গে কাটান। আপনার এই হাসিমুখ এবং একটু সময় দেওয়া এই শিশুদের মনে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের মুখে হাসি ফুটুক। হাসি ফুটুক তাদের বাবা-মার মুখে। হাসি ফুটুক সমাজের প্রতিটা মানুষের মুখে। এটাই আমাদের লক্ষ্য, আমাদের সফলতা।
We invite you all to come to our organization and spend some time with these beautiful children . Your smiles and the little time you give will add a lot of inspiration to these kids. Smiles are on the faces of the children with disabilities and Autism . The smiles on their parents faces also. Smiles are in every faces of the society. That is our goal, our success.
অদ্য ২৯/১২/২০২২ তারিখ "আলকিত পথ" সংস্থা পরিদর্শনে আসি। পরিদর্শনকালে সংস্থার চেয়ারম্যান স্কোয়াড্রন লিডার শাম্স জামান, জেনেরাল সেক্রেটারি অ্যাসোসিয়েট প্রফেসর নুরুন নেসা, সহফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, অভিবাবক ও অটিস্টিক শিশু এবং তাদের অভিবাবকরা উপস্থিত ছিলেন। তাদের সেবা প্রদান পদ্ধতি আধুনিক ও প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতি খুব ভাল। সংস্থাটির উত্তরোত্তর সমবৃদ্ধি কামনা করছি।
কামরুন নাহার আরজু
সমাজসেবা অফিসারসমাজসেবা অফিসার শ্রদ্ধেয় মোহাম্মদ মেহফুজুর রহমান স্যার (শহর সমাজসেবা কার্যক্রম-৭) স্যারের আগমন এবং প্রাণবন্ত বক্তব্য ছিল আজকের গ্রুপ সেশনের মূল আকর্ষণ। তাদের এই বক্তব্যে অনুপ্রাণিত হয়েছে আলোকিত পথের প্রতিটি সদস্য। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু গুলোর জন্য সবচেয়ে বেশি দরকার সোশাল কমিউনিকেশন এবং ভাবের আদান প্রদান, যা গ্রুপ সেশন এর মাধ্যমে কার্যকর হয় সবচেয়ে বেশি। একটাই উদ্দেশ্য, এই শিশুগুলোকে সুস্থ, সুন্দর গতিশীল জীবনের দিকে ধাবিত করা।
মোহাম্মদ মেহফুজুর রহমান
মোহাম্মদ মেহফুজুর রহমানআলোকিত পথে ( চ্যারিটি অর্গানাইজেশন) দীর্ঘ সময় ধরে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দেওয়ার ফলে সুন্দর এবং সাবলীলভাবে কথা বলতে পারছে আমাদের তাহমিদ।এই সফল কাজটি করেছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা তুজ জোহরা। তিনি দীর্ঘকাল সময় ধরে তাহমিদকে নিয়ে কাজ করে আসছিলেন। পরিকল্পিত এবং পর্যায়ক্রমে সেশনের মাধ্যমে তিনি সুস্থ করে তোলেন তাহমিদকে।তাহমিদ এখন বাক্য গঠন করে কথা বলতে পারছে , তার মনের সব ভাব প্রকাশ করতে পারছে।