ADHD এবং ASD শিশুদের মধ্যে পার্থক্য:- আজ আমরা অল্প কথায় জানার চেষ্টা করব, কিভাবে ADHD এবং ASD শিশুদের আলাদা করে চেনা যাবে এবং এই আলোচনা থেকে আমরা ASD এবং ADHD এর মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে পারবো। ১) ASD আক্রান্ত শিশুদের মধ্যে তিন বৎসর বয়স পর্যন্ত এর বৈশিষ্ট্য বৃদ্ধি পেতে থাকে, যেখানে ADHD তে আক্রান্ত শিশুরা তিন বছর বয়সের পূর্বেই Hyperactivity তে তীব্রভাবে আক্রান্ত হয়ে থাকে। ২) ASD শিশুরা অতিরিক্ত চঞ্চল নাও হতে পারে, যেখানে ADHD শিশুরা অনেক চঞ্চল স্বভাবের হয়। ৩) ASD আক্রান্ত শিশুদের মধ্যে বিশেষ কোন বিষয়ে গুণাবলী থাকতে পারে, যেমন: কেউ ভালো আঁকতে পারে, কেউ অংকে ভালো ইত্যাদি। কিন্তু ADHD শিশুরা বেশিরভাগই এধরণের গুণাবলীর বাইরে অবস্থান করে। তাবে অল্প কিছু ADHD শিশুদের মধ্যে মিলকরণটি দেখতে পাওয়া যায়। ৪) ASD বাচ্চাদের মধ্যে পুনরাবৃত্তিমূলক আচরণের তীব্রতা থাকে। যেখানে ADHD শিশুদের মধ্যে কেবল অস্থিরতার তীব্রতা থেকে থাকে। এক্ষেত্রে পুনরাবৃত্তি সর্বক্ষেত্রে পরিলক্ষিত হয় না। ৩)ASD এবং ADHD উভয় ক্ষেত্রেই Speech Difficulties দেখা দেয়। ৪)ASD শিশুদের মধ্যে Agressiveness ধীরে ধীরে Develop করে, অথবা নাও থাকতে পারে। কিন্তু ADHD শিশুদের মধ্যে Agressiveness থাকবে। ৫)ASD আক্রান্ত শিশুরা Attention Difficulties এ ভোগে। অন্যদিকে ADHD শিশুদের মূল সমস্যাটাই হলো Poor Attention এবং Hyperactivity. ৬) ASD আক্রান্ত শিশুরা অধৈর্য হয়, তবে কোন কোন কাজ শেষ করতে পারে। কিন্তু ADHD শিশুরা কোন কাজ শুরু করে Properly শেষ করে না। ৭)ASD আক্রান্ত শিশুরা সঠিক চিকিৎসা পেলে এগিয়ে যায় সুস্থতার দিকে। তবে এটি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। অন্যদিকে সঠিক চিকিৎসায় ADHD কে সারিয়ে তোলা সম্ভব। অনুলিপি: কাজী আল-আমিন (কনসালটেন্ট, অকুপেশনাল থেরাপি, আলোকিত পথ)। আলোকিত পথ ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে সব ধরণের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা (থেরাপি ও কাউন্সেলিং) দিয়ে আসছে। আমাদের সেবার আলোয় আলোকিত হোক এইসব সোনামণিদের জীবন। আলোকিত পথ। বাড়ি নং-৩, রোড নং-১৭, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা।www.alokitopoth.com