"আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর"। বিশেষ শিশুদের জন্য দরকার আনন্দময় একটি পরিবেশ যা কিনা ওদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করবে। বৃহস্পতিবার হচ্ছে ওদের আনন্দের একটি দিন। গান, নাচ, আবৃত্তি ও খেলাধুলার মাধ্যমে আনন্দে মেতে উঠে ওরা। পারিবারিকভাবেও আমাদের উচিত এই সুন্দর ও আনন্দময় পরিবেশ তৈরি করা। এতে ওরা অনেক বেশি মননশীল হয়ে উঠবে এবং অনেক সৃজনশীল কাজ করতে সক্ষম হবে। আলোকিত পথ ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে বিশেষ শিশুদের কে বিনামূল্যে চিকিৎসা সেবা (থেরাপি ও কাউন্সেলিং) দিয়ে আসছে। হাসি ফুটে উঠুক এই সোনামণিদের মুখে, হাসি ফুটুক বাবা মার মুখে, হাসি ফুটুক সমাজের প্রতিটা মানুষের মুখে। আলোকিত পথ। বাড়ি নং-৩, রোড নং-১৭, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা।www.alokitopoth.com