বিশেষ শিশুরা আমাদের আর্শিবাদ, অভিশাপ নয়। ওদের মধ্যে কেউ ঠিকমতো হাঁটতে পারে না, কথা বলতে পারেনা, এমনকি নিজের দৈনন্দিন কাজ গুলো সঠিকভাবে করতে পারে না। আমরা যদি ওদের প্রতি একটু সচেতন হই তাহলে ওরা ওদের প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে সুস্থ, সুন্দর ও সাবলীল জীবন পেতে পারে। আলোকিত পথ ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে বিশেষ শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা (থেরাপি ও কাউন্সিলিং) দিয়ে আসছে। একটাই উদ্দেশ্য, এইসব শিশুরা যেন সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে। হাসি ফুটুক এইসব শিশুদের মুখে, হাসি ফুটে উঠুক বাবা মার মুখে, হাসি ফুটে উঠুক সমাজের প্রতিটা মানুষের মুখে। আলোকিত পথ। বাড়ি নং-৩, রোড নং-১৭, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা। আপনার ইচ্ছা এবং সামান্যতম সহযোগিতায় এই বিশেষ শিশুরা বাঁচতে এবং এগোতে পারবে। Call Us: 01849 966 111 www.alokitopoth.com প্রতিদিনের আপ টু ডেট খবর পাওয়ার জন্য আমাদের ওয়েব সাইট অথবা ইউ টিউব চেনেল কিংবা ফেসবুক পেইজে চোখ রাখুন।
Web: https://alokitopoth.com
YouTube: https://www.youtube.com/c/AlokitoPothBD
Facebook Page: https://www.facebook.com/enlightenedpathbd/