আনাস, Cerebral Palsy অর্থাৎ CP তে আক্রান্ত এই শিশুটি এসেছে নরসিংদী থেকে। যথাপোযুক্ত সেবার মাধ্যমে এই শিশুটি সুস্থ হয়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আলোকিত পথের চিকিৎসাসেবা কার্যক্রমটি যেন পৌছে দিতে পারি, মহান স্রষ্টার কাছে এটাই আমাদের প্রার্থনা। আলোকিত পথ ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে সব ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা (থেরাপি ও কাউন্সেলিং) দিয়ে আসছে। আমাদের সেবার আলোয় আলোকিত হোক এইসব সোনামণিদের জীবন। আলোকিত পথ। বাড়ি নং-৩, রোড নং-১৭, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা। www.alokitopoth.com