নিয়মিত ও সঠিক চিকিৎসা সেবার মাধ্যমে বিশেষ শিশুদের কে কিছুটা হলেও সুস্থ করা সম্ভব। স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এই শিশুটির মুখে ভাষা আনার জন্য নিয়মিত পর্যায়ক্রমে সেশন চালিয়ে যাচ্ছে। এই চিকিৎসা কিছুটা দীর্ঘমেয়াদি হয। কিন্তু ধৈর্য সহকারে নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে পারলে বিশেষ শিশুরা সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে পারবে। আলোকিত পথ ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে বিশেষ শিশুদের কে বিনামূল্যে চিকিৎসাসেবা (থেরাপি ও কাউন্সেলিং) দিয়ে আসছে। আমাদের সেবার আলোয় আলোকিত হোক এই বিশেষ শিশু গুলো। আলোকিত পথ। বাড়ি নং-৩, রোড নং-১৭, সেক্টর -১৩, উত্তরা, ঢাকা। www.alokitopoth.com