পুনরাবৃত্তি মূলক আচরণ (Repetitive Behaviour)

পুনরাবৃত্তি মূলক আচরণ (Repetitive Behaviour)

পুনরাবৃত্তি মূলক আচরণ (Repetitive Behaviour) কী? অটিজম বা ASD তে আক্রান্ত শিশুদের মধ্যে বহুল লক্ষণীয় বৈশিষ্ট্যটি হলো পুনরাবৃত্তি মূলক আচরণ বা Repetitive Behaviour. এক্ষেত্রে, অটিজমে আক্রান্ত শিশুদের মধ্যে পরিলক্ষিত হয় যে, তারা যেকোনো কাজের ক্ষেত্রে (যেমন, খেলাধুলা, হাঁটাচলা, দৈনন্দিন কাজ ইত্যাদি) একই রকমের আচরণ বা অঙ্গভঙ্গি বারে বারে করে। ফলে মূল কাজের উদ্দেশ্য সফল হতে ব্যাহত হয়। পুনরাবৃত্তি মূলক কাজ/আচরণ বা Repetitive Behaviour যেসব Autism আক্রান্ত শিশু বা ব্যক্তিদের মধ্যে বিদ্যমান, তারা ঘন্টার পর ঘন্টা একই কাজ করে কাটিয়ে দেয়, যেমন: কেউ সারা ঘরময় দৌড়াতে থাকে এবং বৈদ্যুতিক সুইচ অন-অফ করতেই থাকে, মুখে বা চুলে স্পর্শ করতেই থাকে, কেউ বিশেষ ভঙ্গিমায় আঙ্গুলগুলো একইভাবে নাড়াতে থাকে, ফ্লোরে বা মাটিতে আঘাত বা Shaking করতেই থাকে। কেউ কেউ আবার শরীরকে সর্বক্ষণ সামনে-পিছনে দোলাতেই থাকে, কেউ নিজের শরীরে নিজে আঘাত করতে থাকে, কেউ হাতের কাছে যা কিছু পায়, সবকিছুর গন্ধ নিতেই থাকে। এক এক শিশু বা ব্যক্তি এক এক ধারণের পুনরাবৃত্তিমূলক কাজে অন্তর্নিহিত থাকে। ক্ষতিকর দিক: ১) অটিজম এবং এর বৈশিষ্ট্য সমূহ জন্ম পরবর্তী ৩ বছর বয়স পর্যন্ত develop করে। সে ক্ষেত্রে দ্রুত চিকিৎসার আওতায় আনা না হলে আক্রান্ত শিশু বা ব্যক্তির মধ্যে পুনরাবৃত্তি মূলক আচরণ ব্যাপকহারে বৃদ্ধি পায়, যা খুবই ক্ষতিকর। ২) Repetitive Behaviour বা পুনরাবৃত্তি মূলক আচরণ যদি দীর্ঘমেয়াদি সময় যাবত অব্যাহত থাকে, তাহলে আক্রান্ত শিশু বা ব্যক্তির মধ্যে সামাজিকীকরণ এবং Social Acceptable Behaviour পুনঃগঠিত হতে ব্যাঘাত ঘটে। ভুল ধারণা: ১) অনেক অভিভাবকরাই Repetitive Behaviour বা পুনরাবৃত্তি মূলক আচরণকে ইচ্ছাকৃত ভেবে থাকেন এবং শিশুদেরকে আঘাত বা প্রহসন করেন। এটি একদমই অনুচিত। ২) অনেকেই এই পুনরাবৃত্তিমূলক আচরণকে জিনের আছর বা কাল্পনিক শব্দ দ্বারা ব্যাখ্যা করেন এবং ASD আক্রান্ত শিশু বা ব্যক্তি কে ঘরবন্দী করে রাখেন এবং কবিরাজি বা অন্যান্য ভুল চিকিৎসা প্রদান করে থাকেন, যা অভিভাবকদের দৃষ্টিভঙ্গি জনিত ভুল। করণীয়: ১) এ অবস্থায় ASD তে আক্রান্ত শিশু বা ব্যক্তি কে নিয়ে অবশ্যই অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে এবং সঠিক চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে হবে। ২) বাসায় থাকাকালীন, অভিবাবকরা ASD তে আক্রান্ত শিশুদেরকে Positive Rainforcement দিতে পারেন এবং play activities এ engage করাতে পারেন যাতে Repetitive Behaviour ধীরে ধীরে হ্রাস পায় এবং তা অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্ট এর পরামর্শ অনুযায়ী করতে হবে। অনুলিপি: কাজী আল-আমিন (কনসালটেন্ট, অকুপেশনাল থেরাপি, আলোকিত পথ)। আলোকিত পথ একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে সব ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কে চিকিৎসাসেবা (থেরাপি ও কাউন্সেলিং) দিয়ে আসছে। আমাদের সেবার আলোয় আলোকিত হোক এইসব শিশুদের জীবন। আলোকিত পথ। বাড়ি নং-৩, রোড নং-১৭, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা। www.alokitopoth.com

Alokito Poth - Donation

Bkash / Nagad No:
01833342244 (Merchant)

Be With Us, Help Us

A/c Name: Alokito Poth
A/c No: 140-2851-887001
Bank: City Bank PLC

Branch: Tongi Branch, Bangladesh
SWIFT Code: CIBLBDDH
Routing No: 225331633