দেশের বর্তমান ক্রাইসিস মোমেন্টে আমাদের পাশে থাকার জন্য আকুল আবেদন জানাচ্ছি। আপনি দরিদ্র অসহায় অটিস্টিক শিশুদের পাশে ছিলেন সবসময় এবং আছেন। এজন্যই গত ছয় বছর ধরে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, খাদ্য সামগ্রী এবং শিক্ষা দিতে পেরেছি আমরা।
প্রিয় আলোকিত মানুষ,
আসসালামু আলাইকুম। আপনি আমাদের পাশে আছেন বলেই এতদূর আসতে পেরেছি আমরা। বাংলাদেশে একমাত্র আমরাই গত ছয় বছর ধরে দরিদ্র পরিবারে জন্ম নেওয়া অটিস্টিক শিশুদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা এবং খাদ্য সমগ্রী দিয়ে সুস্থ জীবন দেওয়ার চেষ্টা করছি। তা না হলে, হয় এই ছোট্ট ছোট্ট শিশুরা ভিক্ষা করতো নতু্বা বাসায় বন্দী থাকতো। তাদের অবস্থা খুবই করুন। তারা এতটাই গরীব যে তিনবেলা খাবারের ব্যবস্থা করতেও সক্ষম নয়। এই শিশুদের পরিবারের কারো বাবা রিকশা চালান, কারো মা বাসা বাড়িতে কাজ করেন। বিনীত অনুরোধ, এই মহৎ কাজে আপনি আমাদের পাশে থাকুন।
আপনি আপনার সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে এক বা একাধিক দরিদ্র অটিস্টিক শিশুর লেখাপড়া কিংবা খাদ্যসামগ্রী প্রদানের দায়িত্ব নিন। আপনার মহৎ হৃদয়ের মাধ্যমেই বদলে যাবে তাদের জীবন। মহান আল্লাহপাক আপনার মঙ্গল করুন।
দরিদ্র বিশেষ শিশুগুলো সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসুক আপনার উছিলায়।
আসুন, একসাথে বদলে দিই এইসব শিশুদের জীবন।
যোগাযোগঃ
অ্যাসোসিয়েট প্রফেসর নুরুন্নেসা ফেন্সি
জেনারেল সেক্রেটারি
আলোকিত পথ
মোবাইলঃ 01833342244
(আলোকিত পথ রেজিস্ট্রেশন নাম্বার ঢ- ০৯৭৫৬)
https://alokitopoth.com/sponsor
অনুদান দিতেঃ
বিকাশ/ নগদ (মার্চেন্ট) - 01833342244
ব্যাংক একাউন্টঃ
Alokito Poth
Saving Deposit Account:
140-2851-887001
City Bank Ltd.
Tongi Branch
Routing No: 225331633
গত বছর থেকে দরিদ্র পরিবারে জন্ম নেওয়া অটিস্টিক শিশুদের বিনামুল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের জন্য শিক্ষা এবং খাদ্য সামগ্রী দেওয়ার দুইটি প্রকল্প হাতে নিয়েছি। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে এক বা একাধিক দরিদ্র অটিস্টিক শিশুর লেখাপড়া কিংবা খাদ্যসামগ্রী প্রদানের দায়িত্ব নিন। আপনার মহৎ হৃদয়ের মাধ্যমেই বদলে যাবে তাদের জীবন। মহান আল্লাহপাক আপনার মঙ্গল করুন।