Our Mission
Smiles are on the faces of the children with disabilities and Autism. The smile on their parents faces also. Smiles are in every face of the society. That is our goal, our success.
Our aim is to make the physically challenged and autistic children fit to suit in the society. Let the lives of the children with disabilities and autism shine in the light of our services.
আপনার এই হাসিমুখ এবং একটু সময় দেওয়া এই শিশুদের মনে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের মুখে হাসি ফুটুক। হাসি ফুটুক তাদের বাবা-মার মুখে। হাসি ফুটুক সমাজের প্রতিটা মানুষের মুখে। এটাই আমাদের লক্ষ্য, আমাদের সফলতা।
আমাদের লক্ষ্য শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের সমাজে চলার জন্য উপযুক্ত করে গড়ে তোলা। প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের জীবন আমাদের সেবার আলোয় আলোকিত হোক। আমরা মনে করি, বিশেষ শিশুরা আমাদের বোঝা নয়, তারা আমাদের কল্যাণ।