Our Value
We realized that there are many physically handicapped and Autistic children around us. If they could give regular treatments, they would have returned to a much healthier normal life. Our organization “Alokito Poth” (Enlightened Path) started working with these children from January 2019.
Generally, the cost of such long-term treatment cannot be afforded by many poor families. As a result, many physically challenged and Autistic children around us are deprived of a better life. Our endeavor is to make them fit for the society. Many physically handicapped and Autistic children are benefiting from coming to our charity organization.
Many parents have called for expanding our institution's medical care. We believe we can extend the scope of our services very soon.
আমরা অনুধাবন করলাম যে, আমাদের চারপাশে অনেক শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশু আছে। তাদেরকে নিয়মিত চিকিৎসা দিতে পারলে তারা অনেকটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেত। আমাদের প্রতিষ্ঠান "আলোকিত পথ" এইসব শিশুদের নিয়ে কাজ শুরু করে জানুয়ারি ২০১৯ থেকে।
সাধারণত এই ধরনের দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ অনেক দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব হয় না। যার ফলে আমাদের আশেপাশে অনেক শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশু একটি ভাল জীবনের সুযোগ থেকে বঞ্চিত হয়। আমাদের চেষ্টা তাদেরকে সমাজে চলার জন্য উপযুক্ত করে তৈরী করে দেওয়া।
বর্তমানে অনেক শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশু আমাদের প্রতিষ্ঠানে এসে অনেক উপকৃত হচ্ছে। অনেক অভিভাবকরা দাবি করেছেন আমাদের প্রতিষ্ঠানের চিকিৎসা সেবাকে আরো বর্ধিত করার জন্য। আমরা বিশ্বাস করি, আমরা আমাদের সেবার পরিধি আরও বর্ধিত করতে পারবো খুব শীঘ্রই।