Our Vision
Our aim is to make the physically challenged and Autistic children fit for the society. Let the lives of the children with disabilities and Autism shines in the light of our services. We think that special children are not our burden, they are our blessings.
আমাদের লক্ষ্য শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের সমাজে চলার জন্য উপযুক্ত করে গড়ে তোলা। প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের জীবন আমাদের সেবার আলোয় আলোকিত হোক। আমরা মনে করি, বিশেষ শিশুরা আমাদের বোঝা নয়, তারা আমাদের কল্যাণ।