You Are Giving Them New Lives.
২০১৮ সালের জানুয়ারি মাসের ঘটনা। ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টর সংলগ্ন এক বস্তির পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা। দেখলাম ৮ বছরের একটা বাচ্চাকে কারা যেন বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখেছে। আর অন্য কয়েকজন বাচ্চা জট পাকিয়ে এই ছোট বাচ্চাটি কে গালাগালি করছে। এমনকি থুতুও দিচ্ছে গায়ে। চমকে উঠলাম আমরা! কেন এমন হবে?
বাচ্চাটির হাতের বাঁধন খুলতে খুলতে জানতে পারলাম যে সে একজন অটিস্টিক শিশু বা বিশেষ শিশু। তার অপরাধ সে অন্য দশটা বাচ্চার মত সহজ স্বাভাবিকভাবে সবার সাথে মিশতে পারে না। তার মা রাস্তার একটি ভাতের হোটেলে রান্নাবান্নার কাজ করে। ছেলেটির বাবা রোড এক্সিডেন্টে মারা গেছেন। সে বিরক্ত করে বলেই তাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখা হয়েছে।
এই বিশেষ শিশুদেরকে নতুন সুস্থ জীবন দেওয়ার মানবিক তাগাদা থেকে আলোকিত পথ চ্যারিটি প্রতিষ্ঠান এর সৃষ্টি। বাংলাদেশে একমাত্র আমরাই সম্পূর্ণ বিনামূল্যে ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে অতি দরিদ্র অটিস্টিক এবং প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা, খাদ্য সামগ্রী এবং শিক্ষা দিয়ে আসছি। ওদেরকে নিয়ে কাজ করা অনেক বেশী কষ্টসাধ্য এবং চ্যালেঞ্জিং।
আমদের এখানে বর্তমানে চিকিৎসাসেবা নিচ্ছে ৫২ জন শিশু এবং অপেক্ষমান আছে ১২৮ জন। আমাদের স্কুলে লেখাপড়া করছে ৩২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সেই সাথে প্রতিমাসে আমরা অটিজমে আক্রান্ত ৭১ জন শিশুর পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করছি। তা না হলে, হয় এই ছোট্ট ছোট্ট শিশুরা ভিক্ষা করতো নতু্বা বাসায় বন্দী থাকতো। এই শিশুদের পরিবারের কারো বাবা রিকশা চালান, কারো মা বাসা বাড়িতে কাজ করেন।
সমাজসেবা অধিদপ্তরে আমরা নিবন্ধিত হই ২০১৯ সালের জানুয়ারি মাসে। যার নিবন্ধন নাম্বার ঢ-০৯৭৫৬। চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মায়েদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে এই শিশুরা অতি দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সেইসাথে প্রতিবন্ধী শিশুদের চলাফেরা করার জন্য বিভিন্ন ধরনের সহায়ক ডিভাইস প্রদান করছি আমরা।
বিনীত অনুরোধ, এই মহৎ কাজে আপনি আমাদের পাশে থাকুন। আপনি অথবা আপনার প্রতিষ্ঠান প্রতিমাসে বা বার্ষিকভাবে, যাকাত কিংবা এককালীন অনুদানের মাধ্যমে এই অসহায় ও দরিদ্র অটিস্টিক শিশুদেরকে সুস্থ করে তুলতে পারেন। আপনার মহৎ হৃদয়ের মাধ্যমেই বদলে যাবে তাদের জীবন।
যোগাযোগঃ
সহযোগী অধ্যাপক নুরুন নেছা
সাধারন সম্পাদক
আলোকিত পথ
মোবাইল- 01833342244
ঠিকানাঃ বাড়ী ২৭, রোডঃ ৫, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা।