You Are Giving Them New Lives.
প্রিয় আলোকিত মানুষ,
অতি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া অটিজমে আক্রান্ত শিশুদের বাবা মায়ের কষ্ট খুব কম মানুষই বুঝতে পারেন। আমাদের দেশের অনেক সেবামূলক প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ বিনামূল্যে দরিদ্রদের খাবার দিচ্ছেন, সুবিধাবঞ্চিতদেরকে শিক্ষা দিচ্ছেন। কিন্তু এই বিষয়ে খুব কম প্রতিষ্ঠানই এবং ব্যক্তিবর্গ কাজ করছেন। ওদেরকে নিয়ে কাজ করা অনেক বেশী কষ্টসাধ্য এবং চ্যালেঞ্জিং।
বাংলাদেশে একমাত্র আমরাই গত ছয় বছর ধরে দরিদ্র পরিবারে জন্ম নেওয়া অটিস্টিক শিশুদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দীর্ঘমেয়াদী চিকিৎসা, শিক্ষা (স্কুলিং) এবং মাসিক খাদ্য সামগ্রী প্রদান করে সুস্থ জীবন দেওয়ার চেষ্টা করছি। তাদের অবস্থা খুবই করুন। তারা এতটাই গরীব যে তিনবেলা খাবারের ব্যবস্থা করতেও সক্ষম নয়। এই শিশুদের পরিবারের কারো বাবা রিকশা চালান, কারো মা বাসা বাড়িতে কাজ করেন।
আমদের এখানে বর্তমানে চিকিৎসাসেবা নিচ্ছে ৫২ জন শিশু এবং অপেক্ষমান আছে ১২৮ জন। আমাদের স্কুলে লেখাপড়া করছে ৩২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সেই সাথে প্রতিমাসে আমরা অটিজমে আক্রান্ত ৭১ জন শিশুর পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করছি। তা না হলে, হয় এই ছোট্ট ছোট্ট শিশুরা ভিক্ষা করতো নতু্বা বাসায় বন্দী থাকতো।
বিনীত অনুরোধ, এই মহৎ কাজে আপনি আমাদের পাশে থাকুন। আপনি অথবা আপনার প্রতিষ্ঠান প্রতিমাসে বা বার্ষিকভাবে, যাকাত, CSR কিংবা এককালীন অনুদানের মাধ্যমে এই অসহায় ও দরিদ্র অটিস্টিক শিশুদেরকে সুস্থ করে তুলতে পারেন।
আপনি আপনার সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে এক বা একাধিক দরিদ্র অটিস্টিক শিশুর লেখাপড়া কিংবা খাদ্যসামগ্রী প্রদানের দায়িত্ব নিন। আপনার মহৎ হৃদয়ের মাধ্যমেই বদলে যাবে তাদের জীবন।
মহান আল্লাহপাক আপনাদের মঙ্গল করুন। দরিদ্র বিশেষ শিশুগুলো সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসুক আপনার উছিলায়।
আসুন, একসাথে বদলে দিই এইসব শিশুদের জীবন।
যোগাযোগঃ
সহযোগী অধ্যাপক নুরুন নেছা
সাধারন সম্পাদক
আলোকিত পথ
মোবাইল- 01833342244
ঠিকানাঃ বাড়ী ২৭, রোডঃ ৫, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা।