About Us

“Alokito Poth”

We are providing medical treatments and education to the poor physically challenged and autistic children for the last 6 years at free of cost.

“Alokito Poth” (Enlightened Path) is an organization where we work for the children with physical disabilities and Autism. Here the children with physical disabilities and Autism are given completely free treatments . Our aim is to make the physically challenged and Autistic children fit for the society. Let the lives of the children with disabilities and Autism shines in the light of our services. We think that special children are not our burden, they are our blessings.

The beginning of our journey is very simple. Our journey began on March 2016. At that time we would go to the different slums and distribute free medicines and medical advices. Retired government officials, college professors, businessmen, students are all involved in this services voluntarily. Thus, after more than two years, we have given it an institutional name to do it more appropriately “Alokito Poth”. "Enlightened Path" is in English.


We realized that there are many physically handicapped and Autistic children around us. If they could give regular treatments, they would have returned to a much healthier normal life. Our organization “Alokito Poth” (Enlightened Path) started working with these children from January 2019. 


Generally, the cost of such long-term treatment cannot be afforded by many poor families. As a result, many physically challenged and Autistic children around us are deprived of a better life. Our endeavor is to make them fit for the society. 


Many physically handicapped and Autistic children are benefiting from coming to our charity organization. Many parents have called for expanding our institution's medical care . We believe we can extend the scope of our services very soon. 


Children with physical disabilities and Autism are provided with free medical treatments daily from 10am to 5pm. Call for Appointments: Mobile – 01833342244, Telephone - 0255087722, (Of course during working hours) Address: House No 27, Road No 5, Sector 13, Uttara, Dhaka. 


Enlightened Path(Alokito Poth) is an organization registered by the Social Services Directorate of the Ministry of Social Welfare of the Government of Bangladesh, whose registration No is Dha - 09756 and Serial No - 0088310. We invite you all to come to our organization and spend some time with these beautiful children. Your smiles and the little time you give will add a lot of inspiration to these kids . 


Smiles are on the faces of the children with disabilities and Autism . The smiles on their parents faces also. Smiles are in every faces of the society. That is our goal, our success. 

“অলোকিত পথ”

একটি সেবামূলক প্রতিষ্ঠান যেখানে আমরা শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের জন্য কাজ করি।

এখানে শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। আমাদের লক্ষ্য শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের সমাজে চলার জন্য উপযুক্ত করে গড়ে তোলা। প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের জীবন আমাদের সেবার আলোয় আলোকিত হোক। আমরা মনে করি, বিশেষ শিশুরা আমাদের বোঝা নয়, তারা আমাদের কল্যাণ।

আমাদের যাত্রার শুরুটা একেবারেই সাদামাটা। ২০১৬ সালের মার্চ মাস থেকে আমাদের যাত্রা শুরু হয়। তখন বিভিন্ন বস্তিতে গিয়ে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং ওষুধ পত্র বিতরণ করতাম আমরা। আমাদের দলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কলেজের প্রফেসর, ব্যবসায়ী, ছাত্র সবাই মনের টানে এই সেবা মূলক কাজে সম্পৃক্ত হয়। এইভাবে দুই বছর অতিক্রম করার পর আমরা এ কাজগুলোকে আরো সুন্দরভাবে করার জন্য একটা প্রাতিষ্ঠানিক নাম দিলাম "আলোকিত পথ"। ইংরেজিতে “Enlightened Path”


আমরা অনুধাবন করলাম যে, আমাদের চারপাশে অনেক শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশু আছে। তাদেরকে নিয়মিত চিকিৎসা দিতে পারলে তারা অনেকটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেত। আমাদের প্রতিষ্ঠান "আলোকিত পথ" এইসব শিশুদের নিয়ে কাজ শুরু করে জানুয়ারি ২০১৯ থেকে। 


সাধারণত এই ধরনের দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ অনেক দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব হয় না। যার ফলে আমাদের আশেপাশে অনেক শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশু একটি ভাল জীবনের সুযোগ থেকে বঞ্চিত হয়। আমাদের চেষ্টা তাদেরকে সমাজে চলার জন্য উপযুক্ত করে তৈরী করে দেওয়া। 


বর্তমানে অনেক শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশু আমাদের প্রতিষ্ঠানে এসে অনেক উপকৃত হচ্ছে। অনেক অভিভাবকরা দাবি করেছেন আমাদের প্রতিষ্ঠানের চিকিৎসা সেবাকে আরো বর্ধিত করার জন্য। আমরা বিশ্বাস করি, আমরা আমাদের সেবার পরিধি আরও বর্ধিত করতে পারবো খুব শীঘ্রই। 


শারীরিক প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ০৫ টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয় এখানে। এ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: মোবাইল - 01833342244 টেলিফোন – 0255087722, (অবশ্যই অফিস সময়ের মধ্যে) ঠিকানা: বাড়ি নং ২৭, রোড নং ৫, সেক্টর ১৩, উওরা, ঢাকা।  


“আলোকিত পথ” বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত একটি প্রতিষ্ঠান, যার নিবন্ধন নং ঢ-০৯৭৫৬ এবং ক্রমিক নং - ০০৮৮৩১০ । 


আপনাদের প্রতি অনুরোধ আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন এবং কিছুটা সময় এই সুন্দর সুন্দর বাচ্চাদের সঙ্গে কাটান। আপনার এই হাসিমুখ এবং একটু সময় দেওয়া এই শিশুদের মনে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের মুখে হাসি ফুটুক। হাসি ফুটুক তাদের বাবা-মার মুখে। হাসি ফুটুক সমাজের প্রতিটা মানুষের মুখে। এটাই আমাদের লক্ষ্য, আমাদের সফলতা।

Alokito Poth - Donation

bKash/Nagad No:
01833342244 (Merchant)

Be With Us, Help Us

A/c Name: Alokito Poth
A/c No: 140-2851-887001
Bank: City Bank Ltd.

Branch: Tongi Branch, Bangladesh
SWIFT Code: CIBLBDDH
Routing No: 225331633