Sponsor (Bn)

🔶 একজন দরিদ্র অটিস্টিক শিশু আপনার ভালোবাসায় ফিরে পেতে পারে একটি স্বাভাবিক জীবন! 🔶

প্রিয় আলোকিত মানুষ,

আমরা সবাই চাই জীবনের শেষে কিছু রেখে যেতে ভালোবাসা, মমতা কিংবা এমন একটি কাজ, যা মানুষকে হাসায়, আশার আলো দেখায়।

অতি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া অটিজমে আক্রান্ত শিশুদের জীবনটা দুর্বিষহ। তারা যে কষ্টে থাকে—তা আমরা অনেকেই জানি না, অনেকে জেনেও এড়িয়ে যাই। এই শিশুগুলো অবহেলার, দারিদ্র্যের এবং সমাজের অজ্ঞতার বলি হয়। কেউ কেউ বন্দী থাকে চার দেয়ালের মধ্যে, কেউ হয়তো ঠাঁই পায় ভিক্ষার থালায়।

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান দরিদ্র মানুষদের খাবার দেন, শিক্ষা দেন। কিন্তু অটিস্টিক শিশুদের জন্য নিরলসভাবে কাজ করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। এ ক্ষেত্রে বাংলাদেশে একমাত্র আলোকিত পথ-ই বিগত সাত বছর ধরে নিজ উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা ও খাদ্য সহায়তা দিয়ে এই শিশুদের পাশে দাঁড়িয়েছে।

🔹 আমাদের চলমান কার্যক্রমসমূহ: 🔹

বিনামূল্যে দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রদান
অটিস্টিক শিশুদের চিকিৎসা দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল। একজন শিশুকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে প্রতিদিন থেরাপিউটিক ট্রিটমেন্ট প্রয়োজন, যা চলে এক থেকে তিন বছর পর্যন্ত।
কমার্শিয়াল সেন্টারে প্রতি মাসে যেখানে ৪০-৫০ হাজার টাকা খরচ হয়, আমরা তা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি।
🔸 বর্তমানে ৫২ জন শিশু চিকিৎসা নিচ্ছে
🔸 অপেক্ষমাণ শিশু ১২৮ জন

বিনামূল্যে শিক্ষা (স্কুলিং)
একজন শিক্ষক যেখানে ৫২ জন সুস্থ শিশুকে একসাথে পড়াতে পারেন, সেখানে অটিস্টিক শিশুদের জন্য একজন শিক্ষক সর্বোচ্চ ৪ জনকে পড়াতে পারেন।
আমরা সীমিত সক্ষমতায় ১ জন শিক্ষক দিয়ে ৮ জন শিশুকে শিক্ষা দিচ্ছি।
🔸 বর্তমানে ৩২ জন বিশেষ শিশু আমাদের স্কুলে পড়ছে

খাদ্য সহায়তা প্রদান
প্রতিমাসে ৭১টি দরিদ্র পরিবারকে নিম্নোক্ত খাদ্যসামগ্রী প্রদান করছি:

চাল ৩০ কেজি, আটা/ময়দা ১০ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, ডাল ৩ কেজি, আলু ১৫ কেজি, পিঁয়াজ ৫ কেজি, লবণ ১ কেজি, চিনি ৩ কেজি, বিস্কুট ২ প্যাকেট, গুঁড়া দুধ ৮০০ গ্রাম

অভিভাবক প্রশিক্ষণ ও সচেতনতা
প্রতিমাসে ১০০ জনের বেশি অভিভাবক আমাদের মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছেন, যাতে তারা সন্তানকে বোঝেন, সেবা দেন এবং জীবনযুদ্ধে এগিয়ে যেতে পারেন।

Bank
A/c Name: Alokito Poth
A/c No.: 140-2851-887001
Bank: The City Bank PLC

Branch: Tongi Branch, Bangladesh
SWIFT Code: CIBLBDDH
Routing No: 225331633

Bkash (Merchant)
+88 01833342244
Nagad (Merchant)
+88 01833342244

With a little help from everyone, it becomes much bigger.

With your financial and overall support, we will make the World Better for these disable and autistic children. We are calling on you to contact us for financial and overall support.

🔸 আমাদের বিনীত আহ্বান:
আপনি চাইলে আপনার সামর্থ্য অনুযায়ী একজন বা একাধিক দরিদ্র অটিস্টিক শিশুর দায়িত্ব নিতে পারেন:

✔️ একজন শিশুর চিকিৎসা খরচপ্রতি মাসে ১২,০০০ টাকা
✔️ একজন শিশুর স্কুলিং খরচপ্রতি মাসে ৭,০০০ টাকা
✔️ একজন পরিবারের খাদ্য সহায়তাপ্রতি মাসে ৬,০০০ টাকা

🟩 আপনার একটি ছোট সহানুভূতি একজন শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।
🟩
সাহায্য করুন, পাশে থাকুন, আলোকিত পথের অংশ হোন।
🟩
ভিজিট করুন আমাদের কার্যক্রম—চোখে দেখুন পরিবর্তনের গল্প।
🟩 Sponsor a Poor Autistic Child — Give a New Life.

সহযোগী অধ্যাপক নুরুন নেছা
সাধারণ সম্পাদক
আলোকিত পথ
📞 ০১৮৩৩৩৪২২৪৪

পবিত্র কোরআনে আল্লাহ বলেন:
🕌তোমরা যা কিছু ব্যয় করো বা মানত করো, নিশ্চয়ই আল্লাহ তা জানেন।” — (সূরা বাকারা: ২৭০)

Alokito Poth - Donation

Bkash / Nagad No:
01833342244 (Merchant)

Be With Us, Help Us

A/c Name: Alokito Poth
A/c No: 140-2851-887001
Bank: The City Bank PLC

Branch: Tongi Branch, Bangladesh
SWIFT Code: CIBLBDDH
Routing No: 225331633