শারীরিক প্রতিবন্ধী শিশুদের প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ০৫ টা পর্যন্ত বিনামূল্যে থেরাপি (চিকিৎসা সেবা) দেয়া হয়। এ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন:মোবাইল - 01833342244 টেলিফোন – 0255087722, (অবশ্যই অফিস সময়ের মধ্যে) ঠিকানা: বাড়ি নং ৩, রোড ১৭, সেক্টর ১৩, উওরা, ঢাকা। আমাদের চারপাশে অনেক শারীরিক প্রতিবন্ধী শিশু আছে। তাদেরকে নিয়মিত ফিজিওথেরাপি দিতে পারলে তারা অনেকটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেত। আমাদের প্রতিষ্ঠান "আলোকিত পথ" এইসব শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। আপনার পরিচিত শারীরিক প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে বলুন। প্রতিবন্ধী শিশুদের জীবন আমাদের সেবার আলোয় আলোকিত হোক। Special care for special children. www.alokitopoth.com